• পরিযায়ী শ্রমিকদের সাহায্যে রাজ্য পুলিশের বিশেষ হেল্প লাইন নম্বর চালু
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জুলাই ২০২৫
  • ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। তাঁদের পাশে দাঁড়াতে এবার চালু হল রাজ্য পুলিশের বিশেষ হেল্প লাইন নম্বর। কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতেই রাজ্য পুলিশের এই বিশেষ উদ্যোগ।

    পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, স্থানীয় থানা বা জেলার কন্ট্রোল রুমে জানালেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য পুলিশ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে লিখতে হবে ভুক্তভোগীর নাম, ঠিকানা, কোথায় কাজ করছেন বা করছিলেন, কী ধরনের সমস্যা হচ্ছে ইত্যাদি। তবে এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে, কোন ফোন কল করা যাবে না। রাজ্য পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হেল্পলাইন নম্বরটি হল– 9147727666.

    প্রসঙ্গত, ভিনরাজ্যে কাজে গিয়ে কোনও কোনও ব্যক্তি বা তাঁর পরিবার যদি সমস্যায় পড়েন, তাহলে তাঁরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিত অভিযোগ জানাতে পারেন। সেই মেসেজে নাম, ঠিকানা ও সমস্যার বিবরণ পাঠাতে হবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মেসেজ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশের এই উদ্যোগে অনেকটাই আশ্বস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। সাধুবাদ জানিয়েছেন সমাজকর্মীরাও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)