• Breaking News LIVE: কাঁথিতে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট, ‘বাবা...ওই মেয়েকে চিনি না’
    এই সময় | ২৬ জুলাই ২০২৫
  • ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁথির পিছাবনিতে। মিলেছে সুইসাইড নোটও। তাতে লেখা, ‘বাবা আমি ভুল করিনি, ওই মেয়েকে আমি চিনি না’। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাঁথি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

    দমদম জংশনের কাছে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। তাই শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেনও ঘুরপথে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।  

    সংঘর্ষবিরতির প্রস্তাব দিল কম্বোডিয়া। রাষ্ট্রপুঞ্জে থাইল্যান্ডের কাছে এই আবেদন জানিয়েছে তারা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি থাইল্যান্ড। সীমান্ত নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। শুক্রবারও একাধিক এলাকায় হামলার খবর মিলেছে। এর পরেই রাষ্ট্রপুঞ্জে সংঘর্ষবিরতির প্রস্তাব দিল কম্বোডিয়া।  

    আকাশ আংশিক মেঘলা থাকবে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।   

  • Link to this news (এই সময়)