• জলমগ্ন কলকাতায় উইকএন্ডেও ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে জেলার আবহাওয়া?
    আজ তক | ২৬ জুলাই ২০২৫
  • বৃষ্টির যেন কোনও বিরাম বিশ্রাম নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর হয়েছে। ধীরে ধীরে তা এগোচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে। ফলে উইকএন্ডও কাটবে অঝোরধারা বৃষ্টির মধ্যেই। 

    কলকাতায় বৃষ্টিপাত
    নাগাড়ে চল বৃষ্টিতে জল থইথই কলকাতা। শুক্রবার রাত পর্যন্ত শহরে (আলিপুর) বৃষ্টি হয়েছে ১১২.৫ মিলিমিটার। হাওয়া অফিসের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দমদমে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে সল্টলেকও। সল্টলেকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬৭.৫ মিলিমিটার। ডায়মন্ড হারবারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.৫ মিলিমিটার। দিঘায় গত ২৪ ঘণ্টায় ৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। 

    এদিকে, জমা জল, যত্রতত্র গাছ ভেঙে পড়া কিংবা বিদ্যুতের তার ছিড়ে পড়ার মতো বিপজ্জনক ঘটনায় শহরের রাস্তায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। যান চলাচলের গতি স্লথ হচ্ছে। শনিবারও তেমনই পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। কারণে এদিনও দিনভর দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়। 

    কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। 

    শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুলি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

     
  • Link to this news (আজ তক)