নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গিয়েছে, আজ, শনিবারও শহরে বৃষ্টির সম্ভাবনা? যা জানাল হাওয়া অফিস
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে শহরে। গতকাল, শুক্রবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় শহরে। যার ফলে কমেছে তাপমাত্রা। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ, শনিবারও শহরে আকাশ থাকবে মেঘলা। তবে মাঝে মাঝে রোদ দেখা দিতে পারে। নিম্নচাপটি আপাতত ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে।সেটি আরও সরে গিয়ে এদিন দুপুরের মধ্যেই ছত্তিশগড়ে প্রবেশ করবে। যদিও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। সেই কারণেই আপাতত বৃষ্টি চলবে। আজ, শনিবার শহরে হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ এক বা দু’পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৭৫.৪ মিমি বৃষ্টি হয়েছে।