ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায়? এই নম্বরে মেসেজ করুন! হেল্পলাইন রাজ্য পুলিশের
হিন্দুস্তান টাইমস | ২৬ জুলাই ২০২৫
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বার বারই নানা হেনস্থার মুখে পড়ছেন বাংলার শ্রমিকরা। কখনও আটকে রাখা হচ্ছে তাঁদের, কখনও আবার ‘পুশব্য়াক’। খোদ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন যে উপযুক্ত নথি থাকা সত্ত্বেও কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।
এদিকে ভিনরাজ্যে হেনস্থার মুখে পড়ে পরিযায়ী শ্রমিকদের অনেকেই বুঝতে পারছেন না ঠিক কাকে তাঁদের সমস্যার কথা জানাবেন। তবে এবার তাঁদের জন্যই হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ।
এনিয়ে এক্স হ্যান্ডলে রাজ্য পুলিশের তরফে লেখা হয়েছে, 'বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইনে
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
অর্থাৎ রাজ্য পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যে কাজে গিয়ে কেউ যদি সমস্যার মুখে পড়েন, হেনস্থা করা হয় তাঁদেরকে তবে তাঁরা এই নম্বরে মেসেজ করে প্রয়োজনীয় তথ্য জানাতে পারেন। সেই নম্বরটি হল 9147727666। এই নম্বরে কেবলমাত্র হোয়াটস অ্যাপই করা যাবে।
সেখানে হোয়াটস অ্যাপ করে প্রয়োজনীয় তথ্য় জানালে সহায়তা করবে রাজ্য পুলিশ। সেখানে নিজের নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য় জানাতে হবে।