• বাংলাদেশি সন্দেহে গোপালনগরের মহিলাকে মুম্বইতে পুলিশি হেনস্থার অভিযোগ
    এই সময় | ২৬ জুলাই ২০২৫
  • মুম্বইতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগণার গোপালনগরের বাসিন্দা এক মহিলা। সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওই মহিলাকে আটক করে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, এর আগেও একই কারণে দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরের এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ।

    সূত্রের খবর, গোপালনগর থানার খাবরাপোতা আলাকালিপুরের বাসিন্দা পারভিনা বিবি। সপ্তাহ দুই আগে মুম্বইতে পরিচারিকার কাজের জন্য গিয়েছিলেন পারভিনা। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় গোপালনগর থানার পুলিশ পারভিনার বাড়িতে গিয়ে তাঁর ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। তারাই মুম্বাই পুলিশকে জানায়, পারভিনা ভারতীয় নাগরিক। গোপালনগর পুলিশের কাছ থেকে বিস্তারিত জানার পরেই পারভিনাকে মুক্তি দেয় মুম্বই পুলিশ।

    এ বিষয়ে পারবিনা বিবি জানান, বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। স্থানীয় পুলিশ বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করে। তারপরেই তাঁকে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। বর্তমানে তিনি মুম্বইতেই আছেন।

    ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে একাধিকবার সামনে এসেছে । হরিয়ানা, ওডিশা, রাজস্থান-সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তবে বার বার একই ঘটনা ঘটায় প্রশাসনের অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)