• সুখবর! ব্রিটেনে বড় চুক্তি কেন্দ্রের, এবার সস্তায় রফতানি বাংলার এই পণ্যগুলির
    আজ তক | ২৬ জুলাই ২০২৫
  • শেষ পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (India-UK Free Trade Agreement) লাগু হল। দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতের প্রায় ৯৯% পণ্যই ব্রিটেনে ‘০’ বা অত্যন্ত কম ট্যাক্সে রফতানি করা যাবে। ভারত থেকে যে পণ্যগুলি ব্রিটেনে কম ট্যাক্স বা জিরো ট্যাক্সে রফতানি করা যাবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রোডাক্টও আছে। অন্যদিকে, UK-এর ৯০% পণ্যই ভারতে কম ট্যারিফে আসবে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থানকে আরও মজবুত হবে। এর থেকে বছরে ৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২০ বিলিয়ন ডলার-এ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

    এর পাশাপাশি ইলেকট্রনিক পণ্য, পোশাক, চামড়ার জিনিস, ওষুধ, ধাতব সামগ্রী এবং গয়না-র দামও কমতে পারে।

    ব্রিটেনে কোন কোন ভারতীয় পণ্যের বিক্রি বাড়বে?
    কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই একটি তালিকাও প্রকাশ করেছেন। সেই তালিকায় রাজ্যের ভিত্তিতে বিভিন্ন ‘Made in India’ প্রোডাক্টের তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রোডাক্টও। 

    তবে কিছু ক্ষেত্রে দাম বাড়তেও পারে। যেমন, অটোমোবাইল, মোটরসাইকেল, কৃষিজাত পণ্য এবং স্টিল-জাত দ্রব্য সামান্য বেশি দামে বিক্রি হতে পারে।
  • Link to this news (আজ তক)