• TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, VC-কে নিশানা তৃণাঙ্কুরের
    আজ তক | ২৬ জুলাই ২০২৫
  • আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ( Trinamool Chhatra Parishad Foundation Day)। ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা রয়েছে। যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশানা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র ও দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল বলে অভিহিত করেছেন তৃণমূল ছাত্র পরিষেদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)। ক্ষোভ উগরে দিয়ে তিনি ফেসবুকে লম্বা পোস্ট করেছেন।

    তৃণাঙ্কুর লিখেছেন, 'গণতান্ত্রিক পরিকাঠামোয় যে কোনও ব্যক্তি নিজের ইচ্ছেমতো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে। এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেই অনুযায়ী, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে B.Com সেমিস্টার ৪ এবং B.A.LLB সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা। এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়। এটি স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।'

    রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা থাকায় তৃণাঙ্কুর নিশানা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-কেও। তাঁকে বেআইনি অনুপ্রবেশকারী বলেও অভিহিত করেছেন। টিএমসিপি-র (TMCP) রাজ্য সভাপতি লেখেন, 'এই সিদ্ধান্ত কেবল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্রছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।'

    প্রতি বছর ২৮ অগাস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিসব পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। কলকাতায় বড় করে সমাবেশও হয়। সেই সমাবেশে মূল বক্তা হিসেবে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব। গতবারও মেয়ো রোডে সমাবেশ করেছিল টিএমসিপি।  
  • Link to this news (আজ তক)