নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অনলাইনে শেয়ারে লগ্নির নামে প্রতারণা! মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে মাসুদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির সাইবার থানার পুলিস। তার বাড়িতে হানা দিয়ে পুলিস ল্যাপটপ, মোবাইল, সোয়াইপ মেশিন, অন্যের ব্যাঙ্কের পাশবুক, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, ধৃত ব্যক্তি বড় কোনও সাইবার প্রতারক চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।তাকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। এই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন লোকের আধার কার্ড জোগাড় করত। তারপর সেই সব আধার কার্ড দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে অনলাইনে শেয়ারে লগ্নির টোপ দিত। মোটা টাকার লোভে পড়ে মানুষজন ওইসব অ্যাকাউন্টে টাকা দিত। এরপর ওই টাকা মাসুদ নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিত। অনেকের সঙ্গেই সে সাইবার প্রতারণা করেছে। মুর্শিদাবাদ পুলিসের কাছেও এর নামে একাধিক মামলা রয়েছে। জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা এক ব্যক্তি মাসুদের খপ্পরে পড়ে অনলাইনে ২০ লক্ষ টাকা লগ্নি করেন। এর মধ্যে মাসুদের অ্যাকাউন্টে ঢুকেছিল ৫ লক্ষ টাকা। তদন্ত চলছে।