• ফের উত্তরবঙ্গের আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিস দিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠাল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। এবার কোচবিহারের মাথাভাঙা-২ নং ব্লকের লতাপোতা গ্রামপঞ্চায়েত এলাকার এক বাসিন্দাকে নোটিস পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। তাঁর নাম নিশিকান্ত দাস। নমশূদ্র পরিবারের সদস্য নিশিকান্ত বাবুর এনআরসি নোটিস পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ, শনিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে কথা বলেন তৃণমূলের স্থানীয়স্তরের নেতা-কর্মীরা। গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। নিশকান্ত দাস জানান, এনআরসি নোটিস পাওয়ার পর চরম দুশ্চিন্তায় ছিলাম। নেতারা এসে আশ্বাস দিচ্ছেন। পাশে থাকার কথা বলছেন।এদিন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, শুধু রাজবংশী পরিবারের লোকজন নয়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষকেও হেনস্তা করার জন্য অসম সরকার নোটিস পাঠাচ্ছে। মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোটে জিততে চাইছে বিজেপি। এই নিয়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। নিশিকান্ত দাস লতাপোতা গ্রামপঞ্চায়েত এলাকার কুশিয়ার বাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন। হঠাৎ করে গতকাল, শুক্রবার তাঁর কাছে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস আসে। তাতে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক কিনা তার জন্য প্রমাণ পত্র দাখিল করতে হবে। অসমের কামরুপ জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে সেই প্রমাণ পত্র। গতকাল রাতেই নিশিকান্ত দাসের নোটিসটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানান একাধিক তৃণমূল নেতা। নোটিস পাওয়ার পরই মাথায় বাজ পড়ে নিশিকান্তের। 
  • Link to this news (বর্তমান)