আগামী ৩০ জুলাই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৩০ জুলাই অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে রাষ্ট্রপতির। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। ওই দিনই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন কল্যাণী এইমসে। সেই দিনই বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। আরতি করবেন মা ভবতারিণীর। তারপরেই রাজভবনে রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। পরের দিন, অর্থাৎ আগামী ৩১ জুলাই, বৃহস্পতিবার রাজভবনেই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কথাও রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপরেই সেদিন দুপুরে বায়ুসেনার বিমানে করে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন তিনি।