তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, মৃত্যু হাসপাতালে
দৈনিক স্টেটসম্যান | ২৬ জুলাই ২০২৫
রাজ্যে ফের রাজনৈতিক হিংসার বলি হলেন এক তৃণমূল কর্মী। মুর্শিদাবাদ জেলার রেজিনগরে টোটোচালক ও তৃণমূল কংগ্রেস কর্মী পতিত পাল (৪৩)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরের শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান পতিত। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
২১ জুলাই রাতে পতিত পাল টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় তাঁকে রেজিনগরের আন্দুলবেড়িয়া কলোনি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে মাঠে নিয়ে গিয়ে শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। হাত-পা, কোমর ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভর্তি করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর এক রাজনৈতিক উত্তেজনার ঘটনায় পতিত পাল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি একটি চাকরির সুযোগ পান, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আটকে যায়। অভিযোগ, সেই মামলা তুলে নিতে পতিতের উপর লাগাতার চাপ সৃষ্টি করছিলেন অভিযুক্তরা। মামলা না তোলায় তাঁকে প্রাণঘাতী হামলার শিকার হতে হয়।
নিহতের ভাই পরিতোষ পাল বলেন, ‘বিজেপির লোকজন দাদাকে মারধর করেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পুরনো মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল ওরা। দাদার কোমর, হাত-পা ভেঙে দেওয়া হয়। আমরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনায় রেজিনগর থানায় মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপির তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক হিংসার এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।