• হস্টেলে চূড়ান্ত অব্যবস্থা, ভিসিকে ডেপুটেশন দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: পড়ুয়া আবাসিকদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছাড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ভিসির অফিসের বাইরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের বচসাও হয়। পরে জোর করে দরজা খুলে বিক্ষোভকারীরা ভিতরে ঢুকে যায়। উপাধ্যক্ষের অফিসের বাইরে বসে চলে বিক্ষোভ। ঘটনা ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা যায়।

    জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের থাকার জন্য ১১টি হস্টেল আছে। চারটি হস্টেল ছাত্রী ও বাকি সাতটি ছাত্রদের জন্য বরাদ্দ। ওইসব হস্টেলেরই বেহাল দশা বলে অভিযোগ। পড়ুয়া আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওইসব হস্টেলে পানীয় জলের সমস্যা আছে। পরিস্রুত পানীয় জলের কোনও মেশিন নেই। একাধিক দাবি জানিয়েও তা মেলেনি! হস্টেলগুলিতে আলোর সংখ্যাও কম। হস্টেলের বাইরেও পর্যাপ্ত আলো নেই বলে অভিযোগ। শুধু তাই নয়, এবারের বর্ষায় হস্টেলের বাইরে ঘাসের ঘন জঙ্গল হয়ে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। জঙ্গল আরও বাড়ছে। বিষাক্ত পোকামাকড় থেকে সাপের ভয় আবাসিকদের মধ্যে রয়েছে।

    হস্টেলগুলির নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষীরা আছেন। অভিযোগ, সেই নিরাপত্তারক্ষীদের তেমন কোনও প্রশিক্ষণ নেই। এই অবস্থায় একাধিক সমস্যার মধ্যেই থাকতে হচ্ছে আবাসিকদের। ছাত্রীদের অভিযোগ, হস্টেলের মধ্যে বাইরের লোকজনও অনেক সময় ঢুকে পড়েন। ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে আজ, শনিবার আবাসিক পড়ুয়ারা ডেপুটেশন দিতে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর নাথের কাছে। অভিযোগ, নিরাপত্তারক্ষীরা উপাচার্যের অফিসের বাইরের দরজা বন্ধ করে রাখে। দরজা খোলার দাবি জানালেও সেই কথা কানে তোলা হয়নি বলে অভিযোগ। ক্ষোভ বাড়তে থাকে আবাসিক পড়ুয়াদের মধ্যে। একসময় নিরাপত্তারক্ষীদের সরিয়ে জোর করে বিক্ষোভকারীরা ভিতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। উপাচার্যের অফিসের বাইরে বসে চলে বিক্ষোভ-অবস্থান। পরে উপাচার্য বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। আবাসিকদের তরফে ডেপুটেশনও জমা দেওয়া হয়।
  • Link to this news (প্রতিদিন)