• শাশুড়িকে ‘মা’ সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ৩০ বছর বাস! বনগাঁয় গ্রেপ্তার বিএনপি নেতার স্ত্রী
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগ। পরে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায় থাকতেন শুরু করেন ওই বিএনপি নেতা।স্থানীয় এক তরুণীকে বিবাহ করে সংসারও করছিলেন। নিজের শাশুড়িকে মা পরিচয় দিয়ে এদেশের ভুয়ো পরিচয়পত্রও বানানো হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্ত রেজাউল মণ্ডল বাংলাদেশ চলে গিয়েছেন কয়েক মাস আগে। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে থাকতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী শেরফুল মণ্ডলকে।

    তিন দশক আগে রেজাউল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন বলে অভিযোগ। বাগদার বাগি গ্রাম এলাকার বাসিন্দা শেরফুল মণ্ডলকে বিবাহ করেছিলেন তিনি। যদিও স্বামী যে বাংলাদেশি, সেই কথা স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন জানতেন না বলেই দাবি করা হয়েছে। পরে আসল কথা জানার পর নকল পরিচয়পত্র বানানো হয়েছিল বলে অভিযোগ। শ্বাশুড়িকে ‘মা’ পরিচয়ে বানানো হয়েছিল নকল পরিচয়পত্র! রেজাউল এপারে ভোটও দিয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, রেজাউলের আসল বাড়ি বাংলাদেশের ঝিনাইদল গ্রামে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ওই দেশে গিয়েছেন বলে খবর।

    সম্প্রতি রিজাউলের ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান। সেই তদন্ত নেমে পুলিশ জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি। এরপরই বিডিওর কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়। বাগদা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। রেজাউলের স্ত্রী জানিয়েছেন, ৩০ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। পুলিশ শেরফুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। আজ, শনিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। এই ঘটনা জানাজানি হতেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)