• গন্তব্যে আর পৌঁছনো হল না! কেষ্টপুরে বাসের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: ফের শহরে বেপরোয়া গতির বলি এক। বাসের ধাক্কায় কেষ্টপুরে ভিআইপি রোডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক ডেলিভারি বয়ের। শনিবার সাড়ে বারোটা ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। ঘটনা ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    মৃত যুবকের নাম অমিত মান্না। তিনি মেদিনীপুরের বাসিন্দা। কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করতেন। সকালে কাজে বেরিয়েছিলেন। কেষ্টপুর মোড়ে তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাগুইহাটির দিক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে অমিতকে ধাক্কা মারে বাসটি।

    অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন যুবক। বাসের চাকায় পিষ্ট হন অমিত। তড়িঘড়ি ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা। অমিতকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক এবং কন্টাকটার পলাতক।

    ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায় পথ নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শহরে লাগাতার দুর্ঘটনা বেড়ে চলায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাস,অটো ড্রাইভারদের সতর্ক করা হয়। বৈঠকেও বসে পুলিশ ও চালকদের সংগঠন। কিন্তু কোনও পরিবর্তন যে হয়নি। তা আবারও প্রমাণিত।
  • Link to this news (প্রতিদিন)