শিয়ালদহ শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল, কোন কোন রুটে চলবে না ট্রেন?
প্রতিদিন | ২৬ জুলাই ২০২৫
সুব্রত বিশ্বাস: ফের ট্রেন বাতিল। শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। দমদম জংশনে কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক লোকাল। দূরপাল্লার ট্রেনেরও সময়সূচি বদল করা হয়েছে। অনেক ট্রেন ডেস্টিশেনের আগে যাত্রা শেষ করবে। ডানকুনি, দত্তপুকুর, বনগাঁ, বারাসত, রুটে বাতিল একাধিক ট্রেন। ফলে সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা।
৭ ঘণ্টা ট্রাফিক ব্লক নিয়েছে রেল। তার জেরে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, কোপ পড়েছে দূরপাল্লার ট্রেনেও। ঘুরপথে যাত্রা করবে অনেক ট্রেন। পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে। ৩ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়া হবে ট্রেনটি। আজ, শনিবার ট্রেনটি পুরী থেকে সন্ধ্যা ৭টায় ছাড়ার পরিবর্তে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে।
কোন কোন রুটে বাতিল ট্রেন? বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছে, আজ, শনিবার শিয়ালদহ ও ডানকুনি রুটে দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে।