ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, CU-এর সিদ্ধান্তে ক্ষুব্ধ TMCP
হিন্দুস্তান টাইমস | ২৬ জুলাই ২০২৫
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট। প্রতি বছর এই দিনটিকে ঘিরে সারা রাজ্যজুড়ে টিএমসিপির জাঁকজমকপূর্ণ কর্মসূচি থাকে। উল্লেখযোগ্যভাবে ঠিক সেই দিনেই বিকম সেমিস্টার-৪ ও বিএ এলএলবি সেমিস্টার-৪-এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এই সিদ্ধান্ত ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন।
শনিবার টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই সিদ্ধান্তকে ‘অপকৌশল’ বলে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এটা নিছক কোনও অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ফল নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। তৃণাঙ্কুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী ছাত্র-যুব সমাজের কণ্ঠরোধ করতেই এই পরিকল্পনা। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিতেই পরীক্ষার এই তারিখ বেছে নেওয়া হয়েছে। এটা স্পষ্টত দিল্লির রাজনৈতিক ইশারায় পরিচালিত এক চক্রান্ত।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে টিএমসিপি-র কর্মী-সমর্থক ছাড়াও বহু সাধারণ পড়ুয়াও সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশেষত যাঁরা টিএমসিপি-র সঙ্গে যুক্ত এবং প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে চান, তাঁদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সংবাদমাধ্যমের কাছ থেকেই প্রথম শুনেছেন তিনি। সোমবার পরীক্ষা নিয়ামকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। বিশ্লেষকদের একাংশের মতে, একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এই দুই বিষয়কে আলাদা রাখাই শিক্ষাঙ্গনের যুক্তিসঙ্গত অবস্থান হওয়া উচিত। তবে রাজনীতির সঙ্গে শিক্ষাঙ্গনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিতর্কিত। এই ঘটনার পর তা আরও স্পষ্ট হল। এখন দেখার বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ পরীক্ষার দিন পরিবর্তন করে কি না, নাকি এই সিদ্ধান্ত অটল থেকে যায়।