• সাগরদ্বীপে মিলল নেকড়ে মাকড়সার নতুন প্রজাতি, বড় আবিষ্কার জিএসআইয়ের
    হিন্দুস্তান টাইমস | ২৬ জুলাই ২০২৫
  • আরও এক নতুন প্রজাতি আবিষ্কার করল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি হল নেকড়ে মাকড়সার নতুন প্রজাতি।সুন্দরবনের সাগরদ্বীপে এই ব্যতিক্রমী প্রজাতির মাকড়সা আবিষ্কার করেন কলকাতার জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। নেকড়ে মাকড়সার এই নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘Piratula acuminata’। এটিকে ভারতের মাটিতে এই গণের প্রথম মাকড়শা হিসেবেই মনে করা হচ্ছে।


    জানা যাচ্ছে, এই প্রজাতিটি ‘Lycosidae’ পরিবারের অন্তর্গত। ‘Lycosidae’ মূলত এশিয়াজুড়ে দেখা যায়। যদিও ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অঞ্চলে এদের বিচরণ দেখা যা। তবে ভারতের ক্ষেত্রে ‘Piratula’ গণের এটাই প্রথম নথিভুক্ত মাকড়শা। এরা সাধারণ মাকড়সাদের মতো জাল বুনে শিকার ধরার বদলে মাটির উপরই তৎপর থেকে শিকার করে। গঠনেও রয়েছে এক বিশেষত্ব। প্রায় ৮ থেকে ১০ মিলিমিটার লম্বা। শরীরের রয়েছে ফ্যাকাশে সাদা-ক্রিম রঙের ছোপ, পেটের উপর বাদামি চকচকে দাগ এবং পেছনের দিকে হালকা বাদামি রঙের ডোরা দাগ। দ্রুত চলাফেরার জন্যও আলাদা করে চিনে নেওয়া যায় এদের।

    এই গুরুত্বপূর্ণ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন কলকাতার জিএসআইয়ের বিজ্ঞানী সৌভিক সেন। তাঁর সঙ্গে ছিলেন গবেষক সুধীন পিপি । জিএসআইয়ের ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কারকে ‘সুন্দরবনের অপরিসীম প্রাকৃতিক বৈচিত্রের প্রতিফলন’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘আমরা যত নতুন প্রজাতির সন্ধান পাচ্ছি, ততই বোঝা যাচ্ছে, সুন্দরবন ঠিক কতটা বৈচিত্র্যপূর্ণ ও সংরক্ষণের দাবি রাখে।’এই আবিষ্কার শুধু ভারতের জীববৈচিত্রের খাতায় একটি নতুন সংযোজনই নয়, বরং ভবিষ্যতের পরিবেশগত গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন বিজ্ঞানীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)