• দোকান-রেস্তোরাঁর হোর্ডিং, ব্যানারে থাকতে হবে বাংলা ভাষা, কড়া বার্তা মেয়রের
    হিন্দুস্তান টাইমস | ২৬ জুলাই ২০২৫
  • শহরের রাস্তাঘাট, মোড় বা দেওয়ালে হিন্দি কিংবা ইংরেজির ছড়াছড়ি। অথচ বাংলা ভাষা যেন নিখোঁজ! এবার সেই প্রবণতার বিরুদ্ধেই কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু দ্য মেয়র’ অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, কলকাতার সব বাণিজ্যিক হোর্ডিং, বিজ্ঞাপন, দোকানের সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষা রাখতেই হবে।


    মেয়রের কথায়, বাংলার রাজধানীতে বাংলা ভাষাকে আড়ালে রাখা চলবে না। ইংরেজি, হিন্দি, অসমিয়াতে হোর্ডিং লেখা হচ্ছে ঠিকই, কিন্তু বাংলা অনুপস্থিত। এটা মেনে নেওয়া যায় না। পুরসভার আধিকারিকদের তিনি নির্দেশ দেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নিশ্চিত করতে হবে যে সবাই নিয়ম মেনে চলছেন। প্রসঙ্গত, কলকাতা পুরসভা আগেই নির্দেশ দিয়েছিল, যে কোনও ভাষায় বিজ্ঞাপন দিলেও, তার সঙ্গে বাংলায় লেখা বাধ্যতামূলক। সেই নির্দেশ কার্যকর করার সময়সীমা ধার্য করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ গত ২১শে ফেব্রুয়ারি থেকে। তবে বাস্তবে এখনও অনেক জায়গায় সেই নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠছে।

    শুক্রবার পুরসভায় একটি ভিন্ন প্রেক্ষাপটেও মাতৃভাষা চর্চার গুরুত্ব সামনে আসে। পুরো দিনের অধিবেশনে বাংলা ভাষাতেই অধিকাংশ আলোচনা হলেও ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশ্ন তোলেন ইংরেজিতে। জবাবে মেয়র অবশ্য বাংলা ভাষায় উত্তর দেন। পরবর্তী সময়ে তিনি জানান, ‘যিনি ইংরেজিতে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি বাংলায়। এটা আমার মাতৃভাষা। আমি বাংলাতেই কথা বলব।’ এই বক্তব্য এবং নির্দেশের মধ্যে দিয়ে মেয়র ফিরহাদ হাকিম শুধুমাত্র প্রশাসনিক বার্তাই দেননি, বরং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক শক্তিশালী বার্তা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলা ভাষার প্রসঙ্গে আরেকটি ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়েছেন। সেই পটভূমিকায় পুরসভার এই অবস্থান নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন অনেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)