জলপাইগুড়িতে এ কী কাণ্ড! পেট্রল পাম্পে তেলের বদলে দেওয়া হল জল
বর্তমান | ২৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শনিবার জলপাইগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। পেট্রল পাম্পে তেলের বদলে মিলল জল। যার জেরে খারাপ হয়ে গেল বাইক। তবে ঘটনায় ক্ষমা চেয়েছে পাম্প কর্তৃপক্ষ।জানা গিয়েছে, শনিবার জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় একটি শোরুম থেকে দুই বন্ধু সদ্য কেনা দু’টি বাইক নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাহাড়পুর মোড় এলাকার একটি পেট্রল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেন তাঁরা। কিন্তু কিছুদূর যেতেই আচমকা বন্ধ হয়ে যায় বাইক। হতবাক দুই বন্ধু বাইকের ট্যাঙ্ক খুলে দেখেন, তেলের বদলে মিলেছে জল! দু’টি নতুন বাইকের এমন দশা দেখে মাথায় হাত পড়ে দুই বন্ধুর। খবর দেওয়া হয় মেকানিককে। অনেক চেষ্টা করে শেষে মেকানিক এসে বাইকের ট্যাঙ্ক পরিষ্কার করে তেল বদলান। তারপর গাড়ি আবার সচল হয়। ঘটনায় দুঃখপ্রকাশ করে অবশ্য ইতিমধ্যে ক্ষমা চেয়েছে পেট্রল পাম্প কর্তৃপক্ষ। তাদের সাফাই, বৃষ্টির কারণে হয়তো ট্যাঙ্কে কোনওভাবে জল ঢুকে গিয়েছে। ঠিকমতো পরীক্ষা না হওয়ায় ভুল হয়েছে। যদিও পরে নতুন করে দুটি বাইকেই পেট্রল ভরে দেওয়া হয়।