নলিকাটা দেহ উদ্ধার: অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনঃনির্মাণ
বর্তমান | ২৭ জুলাই ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় গলার নলি কেটে খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনঃর্নির্মাণ করল পুলিস। শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনঃনির্মাণ করা হয়। পুনঃনির্মাণ চলাকালীন ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ঝোপের থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র। এই ধারালো অস্ত্র দিয়ে অমল রায়কে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।উল্লেখ্য, গত ২৩ জুলাই ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় অমল রায়ের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনার পর শুরু হয়ে যায় তদন্ত। কয়েক ঘণ্টার মধ্যেই বানারহাট থানা এলাকার বিবেকানন্দ রায় নামে এক যুবক পুলিসের হাতে গ্রেপ্তার হয়। কিছু সময় পর ওই এলাকা থেকেই আরও এক অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হয়। জানা গিয়েছে ঘটনার সময় সঞ্জয় রায়ও বিবেকানন্দের সঙ্গে ছিল। অভিযুক্তদের ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।তিনি বলেন, "শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করা হল। তারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছিল সেটা বর্ণনা করেছে। ঘটনার পর ধারালো অস্ত্র কোথায় ফেলেছিল সেটা তারা দেখিয়েছে। অস্ত্রটি উদ্ধার হয়েছে।"