সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বাবাকে। ধৃতকে এদিন ঘটনার পুনর্নির্মাণের জন্য এলাকায় নিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দেখে রাস্তায় নামেন। দ্রুত শাস্তির দাবি তোলা হয়। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিও তোলা হয়! এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায়।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের ঘটনাটি দিন কয়েক আগের। জানা গিয়েছে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর এলাকার বাসিন্দা বাপ্পা সাহার বিরুদ্ধে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে বাঁশদ্রোণী থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতেই এই মুহূর্তে রয়েছে অভিযুক্ত।
আজ, শনিবার ঘটনার পুনর্নির্মাণের জন্য বিদ্যাসাগর এলাকার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এদিন অভিযুক্তকে দেখেই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। রাস্তায় নেমে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা ও পরিবারের লোকজন। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানায় বিক্ষোভকারীদের একাংশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পুলিশ বিক্ষোভকারীদের এলাকা থেকে সরানোর চেষ্টা করলে নতুন করে উত্তেজনা বাড়ে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি, ধাক্কাধাক্কিও হয় বলে অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর।