• কাঁকপুল ও রানাঘাটে বিপুল প্রাকৃতিক গ্যাস
    আনন্দবাজার | ২৬ জুলাই ২০২৫
  • তেল ও গ্যাসের সন্ধানে অশোকনগর (২) হতাশ করলেও, উত্তর চব্বিশ পরগনার কাঁকপুল ও নদিয়ার রানাঘাটে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান পেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। যার বাজারমূল্য প্রায় ৪১ হাজার কোটি টাকা বলে রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে জানানো হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।

    বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গের মাটির তলায় তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। গত বছর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল যে অশোকনগর (১) (তেল ও গ্যাস), অশোকনগর (২) (গ্যাস), পাটুলি (১)-এ হাইড্রোকার্বনের ভান্ডার রয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে করা নমুনা পরীক্ষায় দেখা গিয়েছে, অশোকনগর (২)-এ ৩৮০৫ মিটার পর্যন্ত কুয়ো খুঁড়েও শেষ পর্যন্ত প্রযুক্তিগত জটিলতায় ওই কাজ বন্ধ রাখতে হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সেখান থেকে কিছু পাওয়া যায়নি।

    অন্য দিকে, কাঁকপুল (১)-এ ২৭৩০ মিটার পর্যন্ত কুয়ো খোঁড়া হয়েছিল। সেখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। একই ভাবে রানাঘাট (২) এলাকায় প্রায় ২৭১৯ মিটার কুয়ো খুঁড়ে মাটির তলায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ওই ব্লক দু’টি থেকে প্রায় ৯.৮ লক্ষ টন তেলের সমতুল্য শক্তি পাওয়া সম্ভব হবে। যার বাজার মূল্য প্রায় ৪১,০৭০ কোটি টাকা।

    এই প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা সদ্য দায়িত্বপ্রাপ্ত দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আজ বলেছেন যে, “সব র্শত যদি ইতিবাচক হয়, তা হলে পশ্চিমবঙ্গে শিল্পের চেহারা বদলে যেতে বাধ্য। পেট্রো প্রকল্পে বিনিয়োগ বাড়বে রাজ্যে। যার হাত ধরে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক ছবিটাই পাল্টে যাবে।” তবে এর পরেই শমীকের সংযোজন, “কিন্তু প্রশ্নটা হল, তৃণমূল সরকার কি আদৌও রাজ্যের সেই উন্নয়নে ইচ্ছুক?”
  • Link to this news (আনন্দবাজার)