ভোটার-তালিকার নিবিড় সংশোধনের পরে রাজ্যের বৈধ নাগরিকের নাম বাদ গেলে তাঁরা প্রতিবাদ করবেন বলে জানালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একইসঙ্গে তাঁর আশা, নির্বাচন কমিশনের এই ব্যবস্থায় অনুপ্রবেশকারীদের নাম নিশ্চিত ভাবেই তালিকা থেকে বেরিয়ে যাবে।
শুক্রবার সকালে আরামবাগের দৌলতপুরে কর্মিসভা করতে এসেছিলেন মিঠুন। পরে সাংবাদিক বৈঠকে তিনি ওই কথা জানান। মিঠুন বলেন, ‘‘ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশন উচিত ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকার-সহ সবাইকে তা মানতে হবে। এতে ভোট চুরি কমবে। তবে, বৈধ নাগরিকের নাম ভোটার-তালিকা থেকে বাদ গেলে বিজেপি প্রতিবাদ করবে।’’
এ রাজ্যে দুর্নীতি, নারী সুরক্ষা এবং সন্ত্রাস নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন মিঠুন। তাঁর নিদান, ‘‘তৃণমূল মারলে পাল্টা বিজেপিও মারবে।” উত্তরে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় বলেন, “মার, পাল্টা মারের প্রসঙ্গ আসছে কোথা থেকে? বাংলায় গণতন্ত্র আছে, মানুষ নিরাপদ। তাই উনি সাংবাদিক সম্মেলন করতে পেরেছেন। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, মণিপুর, হাথরসের ঘটনার পর দুর্নীতি ও নারী নির্যাতন প্রসঙ্গ বিজেপির মুখে মানায় না।”
এ দিন কর্মিসভায় ২০২৬ সালের লড়াইকে ‘অস্তিত্বের লড়াই’ বলে কর্মীদের চাঙ্গা করেন মিঠুন। দলীয় কর্মীরা কোনও সমস্যায় পড়লে দলের মণ্ডল স্তর, জেলা স্তরের পর সরাসরি তাঁকেও জানাতে পরামর্শ দিয়ে নিজের ফোন নম্বরও সবাইকে দিয়ে যান মিঠুন। সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের নিশ্চয়তাও দেন।