• পূর্ব পুঁটিয়ারি বাজার সংস্কারের আগে প্রস্তুত ব্যবসায়ীদের পুনর্বাসন-খসড়া
    আনন্দবাজার | ২৬ জুলাই ২০২৫
  • পূর্ব পুঁটিয়ারি বাজার পুনর্গঠনের আগে ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে স্থানান্তর এবং পুনর্বাসনের পরিকল্পনা চূড়ান্ত করল কলকাতা পুরসভা। এই প্রকল্পের আওতায় মোট ৪৯২ জন ব্যবসায়ীর নাম পুরসভার বাজার দফতরে নথিভুক্ত করা হবে। এর মধ্যে ৩৬৩ জন ব্যবসা করেন বাজার চত্বরে, ১২৯ জন ব্যবসা করেন বাজার সংলগ্ন এলাকায়। পুরসভা ও ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির খসড়াও তৈরি হয়েছে, যেখানে সাময়িক স্থানান্তর, নতুন বাজারে পুনর্বাসন এবং দোকান বরাদ্দ সংক্রান্ত নিয়ম-শর্ত— এই সব বিষয়ে বিস্তারিত ভাবে ২৪টি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

    প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পুরনো বাজার ভেঙে তৈরি হবে আধুনিক বিপণি। থাকবে একাধিক মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, গাড়ি রাখার পরিকাঠামো। প্রথম ও দ্বিতীয় তলের দোকান বরাদ্দ থাকবে বর্তমান ব্যবসায়ীদের জন্য। নতুন ভবন নির্মাণ হবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে। তবে, পুনর্গঠনের কাজ চলাকালীন ব্যবসায়ীদের সাময়িক ভাবে সরানো হবে বাজারের পাশে একটি ফাঁকা মাঠে বা অন্য উপযুক্ত জায়গায়। অস্থায়ী বাজারে ছাউনি, জল, বিদ্যুৎ, নিকাশি-সহ পরিকাঠামো তৈরি করবে ডেভেলপার সংস্থা।

    পুরসভা সূত্রের খবর, নতুন বাজারে বরাদ্দ প্রক্রিয়া পরিচালনা করবে ব্যবসায়ী সংগঠন। নকশা অনুযায়ী পুনর্বাসনের দায়িত্বও তাদের। পুরসভার তরফে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ব্যবসায়ীরা দোকান ভাড়া দিতে বা হস্তান্তর করতে পারবেন না। শুধু ব্যবসার উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। ব্যবসা পরিবর্তন করতে চাইলে পুরসভার লিখিত অনুমতি নিতে হবে। কেউ ব্যবসা করতে অপারগ হলে, দোকান শান্তিপূর্ণ ভাবে পুরসভাকে ফেরত দিতে হবে। মৃত্যুর পরে শুধু আইনি উত্তরাধিকারী ব্যবসা চালাতে পারবেন, তা-ও প্রয়োজনীয় নথিপত্র দাখিলের শর্তে। বাধ্যতামূলক ভাবে রাখতে হবে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা।
  • Link to this news (আনন্দবাজার)