ভাইরাল ভিডিয়ো বিতর্কে লালবাজারে দিলীপ, ষড়যন্ত্র দেখছেন বিজেপি নেতা
হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৫
রাজ্য রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সেই বিতর্ককে ঘিরেই এবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে।
জানা গিয়েছে, আজ শনিবার লালবাজারে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘোষ। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে রাজনৈতিকভাবে তাঁকে ক্ষতিগ্রস্ত করা যায়। তিনি দাবি করেছেন, এই চক্রান্ত সুপরিকল্পিত এবং এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। দিলীপ ঘোষ বলেন, তাঁর সম্মানহানির উদ্দেশ্যে এই ভিডিয়ো ছড়ানো হয়েছে। কারা এই ষড়যন্ত্রে যুক্ত, তা তদন্ত করে বের করুক পুলিশ। তিনি চান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
ঘটনার জেরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিজেপির অন্দরেও বিষয়টি ঘিরে চলছে চাপা গুঞ্জন চলছে। যদিও বিজেপির বর্তমান নেতৃত্ব বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। সদ্য প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘ভিডিয়ো তিনি দেখেননি বা দেখার ইচ্ছেও নেই। এখনকার প্রযুক্তির যুগে অনেক কিছু বানানো যায়। তবে দিলীপবাবু যদি কোনও অভিযোগ করে থাকেন, পুলিশ নিশ্চয়ই দেখবে।
প্রসঙ্গত, এর আগেও দিলীপ ঘোষকে নিয়ে দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে মতানৈক্যের কারণে রাজ্য বিজেপির অন্দরে একাংশের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। ২১ জুলাই খড়্গপুরে দলের এক সভায় দিলীপ ঘোষ নাম না করে কটাক্ষ করেছিলেন বিজেপিরই একটি অংশকে। তিনি বলেছিলেন, ‘যাঁরা বলেছিলেন আমি তৃণমূলে যাচ্ছি, তাঁরা ডিম-ভাত খাওয়া পার্টি।’ এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে নতুন করে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দিলীপবাবুর দাবি অনুযায়ী, এটি নিছকই একটি পরিকল্পিত অপপ্রচার এবং ষড়যন্ত্র।