• বোরখার আড়ালে নাশকতার ছক? গ্রেফতার হতেই আসল রহস্য ফাঁস
    আজ তক | ২৭ জুলাই ২০২৫
  • ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। ধোঁয়া উড়তেই সত্যি বেরিয়ে এল। এ কোনও সিনেমার থেকে কম নয়। বোরখার আড়ালে এমন ঘটনা সিনেমাতেই দেখা যায়। কিন্তু বাস্তবটা দেখে কার্যত 'থ' হয়ে যান পূর্ব বর্ধমানের মানুষ। একইসঙ্গে আতঙ্কও ছড়িয়ে পড়ে। কোনও বড়সড় নাশকতার প্ল্যান ছিল না তো? এমন সন্দেহ দানা বাঁধতে থাকে। হতেই পারে বড় কিছু ঘটানোর আগে রেইকি করতে এসছে এলাকায়। তবে এসবই কিন্তু ধরা পড়ত না যদি না বোরখা পড়ে ধূমপান করতে বসত বোরখাধারীরা।

    দু'জনকে বোরখা পরে গুসকরা বাসস্ট্যান্ড ঘোরাফেরা করতে দেখে প্রথমে কোনও কিছু মনে হয়নি। সকলেই ভেবেছিলেন বোধহয় বাস ধরতে এসেছেন, কোথাও যাবেন দুই মহিলা। কিন্তু দীর্ঘক্ষণ তারা ঘোরাফেরাই করতে থাকেন। তখন কারও কারও মধ্যে মনে একটু প্রশ্নও জাগে। এরপরই সন্দেহভাজনদের নজরে রাখেন স্থানীয় লোকজন দু'জনকে। তারপর হঠাৎ করে দেখা যায় দু'জনে  ধূমপান করছেন। তখনই সন্দেহ আরও দৃঢ় হয়। মুসলিম মহিলারা যখন বোরখা পড়ে ঘুরছেন তখন নিশ্চয় রক্ষণশীল পরিবারের। তাঁরা ধূমপান করছেন মানে একটু তো সন্দেহ জাগেই। ভালো করে নজর করতেই বেরিয়ে পড়ে ঘোমটার আড়ালের রহস্য। পুলিশে খবর দিলে গুসকরা ফাঁড়ির পুলিশ এসে দেখে বোরখার ভিতরে নারী নয় রয়েছে নারী বেশে পুরুষ। 

    সন্দেহজনকভাবে দু'জন পুরুষ আটক হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আটক হওয়া দু'জন ব্যক্তি দাবি করতে থাকে তারা কোনও সন্দেহজনক কাজের সঙ্গে লিপ্ত নন। তাঁরা পারিবারিক কারণে এমন বেশ ধারণ করেছেন। তাঁদের সঙ্গে থাকা বোরখা পড়ে থাকা একজন বাবা বলে পরিচয় দেওয়া ব্যক্তি জানান, তাঁদের বাড়ি মঙ্গলকোট থানার গতিষ্ঠা গ্রামে। তাঁর বিবাহিত মেয়ে যার দু'টি সন্তান বাপের বাড়িতে রেখে বাড়ি ছেড়ে চলে যায় দেওরের সঙ্গে। কিন্তু সকালে ফোন করে তার সন্তান দুটিকে গুসকরা বাসস্ট্যান্ডে নিয়ে আসতে বলে। তাই মেয়েকে হাতেনাতে ধরতে তাঁর ছেলে ও ভাগ্নে পরিচয় গোপন করে বোরখা পরেছিল।
  • Link to this news (আজ তক)