• বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, বললেন...
    আজ তক | ২৭ জুলাই ২০২৫
  • Dilip Ghosh Controversial Video: চর্চিত ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই।  ফেসবুকে তিনি তাঁর বিবৃতি প্রকাশ করেছেন। গোটা ঘটনাকে ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে দাবি করেছেন। সেই সঙ্গে সাইবার থানায় তিনি এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তবে এই ঘটনার সঙ্গে আরও কয়েকটি দলের বিরুদ্ধে চক্রান্তের পুরনো ঘটনা তুলে ধরেন, যেগুলিকেও তিনি চক্রান্ত বলে দাবি করেন।

    গোপন মুহূর্তের এই ভিডিওটি ঘিরে ইতিমধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারপর থেকেই ভিডিওটি ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। তবে কি অন্তর্দ্বন্দ্বের কারণে দলেরই কেউ ফাঁস করলেন? নাকি শাসক দলের কাজ? তা নিয়ে জোরদার চর্চা চলছে। দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, ওই ভিডিওটি ভুয়ো। 

    দেখে নিন দিলীপবাবু ঠিক কী বলেছেন?

    দিলীপ বলেন, "এটি আমার বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। যারা এই ভিডিও তৈরি ও প্রচার করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক।" পুরো ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ।

     
  • Link to this news (আজ তক)