• ১২টি রাস্তা বেহাল! জমা জলের দুর্ভোগ এড়াতে নিকাশি উন্নয়ন জরুরি, পোর্টকে চিঠি পুরসভার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তা, ফুটপাত থেকে শুরু করে নিকাশি-অনেক ক্ষেত্রেই সংস্কার জরুরি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (কলকাতা বন্দর) আওতাধীন শহরের বিভিন্ন রাস্তা এবং নিকাশির মান উন্নয়নের দাবি জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিল কলকাতা পুরসভা। পুরসভার কমিশনারের তরফে পোর্ট চেয়ারম্যানকে এই চিঠি পাঠানো হয়েছে। বন্দরের আওতাধীন ১২টি রাস্তার জরুরি ভিত্তিতে সংস্কার করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আরও বেশ কয়েকটি অঞ্চলের নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্যও তদ্বির করা হয়েছে চিঠিতে। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তারাতলা রোড, গড়াগাছা রোড সহ অনেক জায়গায় জল জমে রয়েছে। বন্দর এলাকায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থাই নেই। নাগরিক দুর্ভোগ চলছে। তাই, পোর্টকে চিঠি দেওয়া হয়েছে। নিমতলা ঘাট সংস্কার নিয়েও বলা হয়েছে।

    কোল বার্থ রোড, সোনারপুর রোড, হাইড রোড, তারাতলা রোড, ডক ইস্ট বাউন্ডারি রোড সহ একাধিক রাস্তা বন্দরের দেখভালের দায়িত্ব। সেগুলির হাল অত্যন্ত খারাপ হয়ে রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১২টি রাস্তার কোথাও নিকাশি ব্যবস্থা নেই, কোথাও আবার থাকলেও সেগুলি কর্মক্ষম নয়, নিকাশির জল সরবরাহ ঠিকমতো হতে পারে না। ফলে জল জমেছে। তাই এই সমস্ত অঞ্চলের নিকাশি ব্যবস্থারও সংস্কার বা মান উন্নয়ন জরুরি। চিঠিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে বি বি হ্যাল রোড ও কোল বার্থ রোডে নিকাশি উন্নয়নের দ্রুত কাজ করা দরকার। এবং সোনাইদিঘি অঞ্চলে কোনও নিকাশি ব্যবস্থা নেই। সেই বিষয়ে বন্দরকে বিবেচনা করতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। ১২টি রাস্তার নাম: কোল বার্থ রোড, সোনারপুর রোড, সোনাই রোড, হাইড রোড, তারাতলা রোড, সি জি আর রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, হবুক্যান রোড (ওল্ড গোড়াগাছা রোড), হেলেন কিলার রোড, কানেক্টিং রোড টু সি জি আর এবং তারাতলা, ডক ইস্ট বাউন্ডারি রোড ও কানেক্টিং রোড উইথ রিমাউন্ট রোড।
  • Link to this news (বর্তমান)