• নেতাজিনগরে অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ২৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক কেয়ারটেকারের অস্বাভাবিক মৃত্যু হল নেতাজিনগরে। মৃতের নাম হরিহর নায়েক (৩৭)। বাড়ি ওড়িশার গঞ্জাম জেলায়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানার ৪০০বি/২সি, এনএসসি বোস রোডের এক বহুতলে। ওই বহুতলের এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিস ওই ব্যক্তিকে তাঁর ঘরের মেঝে থেকে নিথর অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)