নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম বন্দর থানা এলাকার সার্কুলার গার্ডেনরিচ রোডে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম দীপনারায়ণ চৌধুরী (৬২)। তিনি একবালপুরে থাকতেন। শুক্রবার বিকেলে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থল থেকে দীপবাবুকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালক সহ লরি আটক করেছে পশ্চিম বন্দর থানা। এর পাশাপাশি তিলজলা থানা এলাকায় ইএম বাইপাসের উপর ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইকচালক। তাঁর মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। আহতের নাম রেহান শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হয়।