• পুরসভার-অধিবেশেনে তৃণমূল কাউন্সিলারের ইংরেজিতে প্রশ্ন! আগামী দিনে সব বাংলাতেই, জানালেন মালা
    বর্তমান | ২৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা এবং বাঙালি অস্মিতার মর্যাদা বজায় রাখার প্রশ্নে সরব তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলায় হেনস্তার শিকার হচ্ছেন। প্রতিবাদে সুর ছড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে বিক্ষোভ, মিছিল করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে খোদ তৃণমূল কাউন্সিলার ইংরেজিতে প্রশ্ন করায় বিতর্ক দেখা দিল। যার পরিপ্রেক্ষিতে পুরসভার চেয়ারপার্সন মালা রায় জানিয়েছেন, এবার থেকে পুরসভার অধিবেশনের সমস্ত কার্যবিধি বাংলাতেই হবে।

    এদিন, পুর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ৪৯ নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা নিয়ে প্রশ্ন রাখেন স্থানীয় কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনের প্রশ্নমালায় তাঁর প্রশ্ন ইংরেজি হরফে ছাপা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে ওঠেন মেয়র ফিরহাদ হাকিম। তখন মালা রায় বলেন, ইংরেজিতে লেখা থাকলেও আপনি বাংলায় উত্তর দিতে পারেন। সেইমতো বাংলা এবং ইংরেজি মিশিয়ে উত্তর দেন ফিরহাদ।

    রাজনৈতিক মহলের মতে, যেখানে তৃণমূল বাংলা ভাষা এবং বাঙালির অস্তিত্ব রক্ষায় সরব হয়েছে, সেখানে দলীয় কাউন্সিলারের ইংরেজিতে প্রশ্ন করা নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক। মেয়র বলেন, ‘আমি তো ইংরেজি বেশি জানি না। আমি বাংলাতেই উত্তর দিলাম। বাংলায় হলে তো ভালোই হয়।’ পরে মালা রায় সাংবাদিকদের বলেন, ‘আমি মেয়রকে বলেছিলাম, আপনি চাইলে বাংলায় উত্তর দিতে পারেন। তিনি তাই করেছেন। কারণ, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব জায়গাতেই বাংলা চালু করতে হবে। সংসদেও তৃণমূল সাংসদরা বাংলায় কথা বলছেন। পুরসভা ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করেছে। যখন কাউন্সিলার প্রশ্ন জমা করেছিলেন, তখন এ নিয়ে এত কড়াকড়ি বা দলীয় কোনও নির্দেশ ছিল না। তবে আগামী দিনে অধিবেশনের আগে কাউন্সিলারদের জানিয়ে দেওয়া হবে, তাঁরা যেন বাংলা ভাষায় প্রশ্ন রাখেন।’ পরে অবশ্য মোনালিসাও জানান, ‘পুরসভায় ইংরেজিতে প্রশ্ন করা যাবে না, এমন কোনও নিয়ম এতদিন ছিল না। এখন যদি তেমন নির্দেশ দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই বাংলায় প্রশ্ন করব।’
  • Link to this news (বর্তমান)