• পার্কস্ট্রিটে রাস্তায় ধস, চাঞ্চল্য
    বর্তমান | ২৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে ধসে গেল রাস্তার একাংশ।  ঘটনাটি  পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক সিগন্যাল সংলগ্ন এলাকার। কলকাতা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে জায়গাটি ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে হঠাৎ রাস্তার একাংশ ধসে যায়। যে সময় ঘটনাটি ঘটে তখন অবশ্য রাস্তায় তেমন যান বাহন ছিল না। ফলে, বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। এদিকে, কলকাতা পুরসভার দু’জন আধিকারিক এসে ধস পরিদর্শন করে গিয়েছেন। সূত্রের খবর, আগে এখানেই একটি ছোট গর্ত তৈরি হয়েছিল। সেটি পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়। এখন টানা বৃষ্টির জেরে পিচের সেই আস্তরণ সরে যাওয়ায় বিপত্তি বলেই মনে করছেন অনেকে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই ধস মেরামতের কাজ করা হবে।
  • Link to this news (বর্তমান)