নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হেরিটেজ বিল্ডিংয়ের গায়ে বা সামনের অংশে লাগানো হবে কিউআর কোড দেওয়া বোর্ড। সহজেই যাতে সেই হেরিটেজ সম্পর্কে যে কেউ মোবাইলে স্ক্যান করলে যাবতীয় তথ্য পেয়ে যান। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এক প্রশ্নের উত্তরে একথা জানান পুরসভার হেরিটেজ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।
উল্লেখ্য, এদিন বউবাজার অঞ্চলের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে হেরিটেজ সংক্রান্ত নানা প্রশ্ন তোলেন। যার পরিপ্রেক্ষিতে স্বপনবাবু বলেন, কলকাতা শহরে ৭১৭টি গ্রেড-ওয়ান হেরিটেজ রয়েছে। ইতিমধ্যেই সেগুলির গায়ে ব্লু-প্লাক বসানো হয়েছে। আগামী দিনে পরিকল্পনা রয়েছে, যাতে এগুলির গায়ে কিউআর কোড বসানো যায়। ফলে কেউ চাইলে মোবাইলে স্ক্যান করে সেই হেরিটেজ সম্পর্কে নানা তথ্য বিস্তারিত ভাবে জানতে পারবেন। পাশাপাশি, এদিন তিনি জানিয়েছেন, গোটা শহরে এক হাজার ৩৯২টি হেরিটেজ রয়েছে। যার মধ্যে বেশ কিছু হেরিটেজের গ্রেডেশন এখনও বাকি। উল্লেখ্য, শহরে বিভিন্ন হেরিটেজ ভবনের পাশে বোর্ড দিয়ে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। কিন্তু অনেক জায়গায় ময়লা জমে সেগুলি নোংরা হয়ে গিয়েছে। কোথাও ভেঙে গিয়েছে। আবার কোথাও রং উঠে গিয়ে সেগুলি অস্পষ্ট। সেগুলি সংস্কার করা হবে বলেই পুরসভার সূত্রে খবর। সেই সঙ্গে সেই বোর্ডে কিউআর কোড দেওয়া থাকবে।