• আজ মমতা বীরভূমে, শুরু ভাষা আন্দোলন
    বর্তমান | ২৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাশের ওড়িশা থেকে সুদূর উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র—একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছেই। ভিন রাজ্যে বাঙালিদের উপর এই অত্যাচারের প্রতিবাদে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের হুঙ্কার দিয়েছিলেন। তারপরও রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্তার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে আজ, ২৭ জুলাই থেকে সেই ভাষা আন্দোলন শুরু করছে তৃণমূল। এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বঙ্গভাষীদের সুরক্ষার দাবিতে রাস্তায় নামবে তৃণমূল। কাল, সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বোলপুর থেকেই বাংলা ভাষার উপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে সুর চড়াবেন তিনি।  

    আজ বিকেলেই বীরভূম পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সোমবার দুপুর ১২ টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন। বিকেলে যোগ দেবেন ভাষা আন্দোলনের মিছিলে। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যাবে মিছিলটি। তারপর জামবনি মোড়েই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

     বাংলাভাষীদের উপর আক্রমণ ইস্যুতে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই,  সমালোচনার ঝড় উঠল আন্তর্জাতিক স্তরেও। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের সাম্প্রতিক রিপোর্টে সাফ বলেছে, বিজেপির সরকার বাংলা ভাষাভাষী মানুষকে নির্বিচারে দেশছাড়া করে বিভেদে ইন্ধন দিচ্ছে। তাদের রিপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর তোপ, বাংলাভাষীদের উপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালানো হচ্ছে। আন্তর্জাতিক স্তরে এই সমালোচনা দেখে কেন্দ্রীয় সরকারের লজ্জা পাওয়া উচিত। অত্যাচার এখনই বন্ধ হওয়া প্রয়োজন। এটা শুধু নিন্দনীয় নয়, ভারতীয় সংবিধানের পরিপন্থী।’

    এদিকে, মুখ্যমন্ত্রীর সফর ও ভাষা আন্দোলন নিয়ে বীরভূম জেলায় তৎপরতা তুঙ্গে উঠেছে। তাঁর এবারের সফর জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০২৬-এর নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে নেত্রী কী বার্তা দেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ মঙ্গলবারই বীরভূম থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে তার আগে ইলামবাজারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 
  • Link to this news (বর্তমান)