নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ায় মঙ্গলাহাটের দিন নবান্ন অভিযানের বিরোধিতা করে আগেই মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। যেহেতু পুলিস ওই এলাকায় জমায়েত-মিছিলের কোনও অনুমতি দেয় না, তাই যেকোনও বেআইনি জমায়েত হলে পুলিসকে তা নিয়ন্ত্রণের ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। সেই সূত্রেই এবার আসন্ন হাটের দিনে মিছিল-জমায়েত নিষিদ্ধ ঘোষণা করল হাওড়া সিটি পুলিস।
শনিবার সাংবাদিক সম্মেলন করে হাওড়ার পুলিস কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, ‘গত ১২ জুলাই দু’টি সংগঠনের তরফে আমরা চিঠি পেয়েছিলাম। হাওড়া স্টেশনে জমায়েত করে নবান্ন অভিযানের কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছিল। নবান্নের আশপাশের হাই সিকিউরিটি জোন, ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখার পর কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। ১৫ জুলাই পাল্টা চিঠি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়েছে। এরপর শুক্রবার হাইকোর্টের নির্দেশ আসে। তারপর আমরা দুই সংগঠনকে কোনও ধরনের জমায়েত না করার নির্দেশ দিচ্ছি। আদালতের নির্দেশ কেউ অমান্য করলে পুলিস আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য ছিল, সপ্তাহে সোম এবং মঙ্গলবার হাট বসে। আর ওই দুই দিনেই বারবার নবান্ন অভিযান হচ্ছে। এতে তাঁদের ব্যবসা লাটে উঠছে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। যদিও বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক আশিস খামরুই বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী নবান্ন অভিযান হবে। আমরা রেল মিউজিয়ামের কাছে জমায়েত করার পর মিছিল করে ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাব। পুলিস বাধা দিলে সেখানেই বসে পড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন চলবে।’-ফাইল চিত্র