হরিদ্বারের মনসাদেবী মন্দিরে প্রবল হুড়োহুড়ি ভক্তদের। পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রবিবার কানওয়ার ও সাধারণ ভক্তরা জড়ো হয়েছিলেন মন্দিরে। সরু রাস্তা দিয়ে ঢোকার সময়ে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই যুদ্ধবিরতিতে সম্মতি দিল থাইল্যান্ড। রবিবার থাইল্যান্ডের তরফে জানানো হয়েছে, কম্বোডিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় তারা রাজি।
তামিলনাড়ু যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দিরে আদি তিরুভাথিরাই উৎসবে যোগ দেবেন তিনি। একই সঙ্গে অংশ নেবেন চোল সম্রাট রাজেন্দ্র চোলের জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানেও।
বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে বীরভূমে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সোমবার দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন। মঙ্গলবার অংশ নেবেন সরকারি অনুষ্ঠানে। এর মাঝে একটি প্রতিবাদ মিছিলেও পা মেলাবেন মুখ্যমন্ত্রী।
এ বার ছাত্রছাত্রীদের পড়ানো হবে ‘অপারেশন সিঁদুর’। সিদ্ধান্ত NCERT-এর। দেশ কী ভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করেছে শেখানো হবে পড়ুয়াদের। NCERT সূত্রে খবর, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দেওয়া হবে ‘অপারেশন সিঁদুর’-এর বিশেষ পাঠ।
‘আপনারা হারেননি, প্রতারিত হয়েছেন।’ গুজরাটে কংগ্রেসের জেলা সভাপতিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের নাম না করেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা গড়ালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।