সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিও বিতর্কে দিলীপ ঘোষের কার্যত পাশে দাঁড়িয়ে মুখ খুললেন আরেক প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘দিলীপ থানায় অভিযোাগ জানিয়েছেন, কিন্তু দিলীপের বিরুদ্ধে কি কোনও অভিযোগ হয়েছে?’ পালটা প্রশ্ন ছুঁড়ে পূর্বসূরীর পাশেই সুকান্ত। তবে রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে দিলীপের পাশে দাঁড়িয়েছে আরএসএসও। এমনটাই খবর। সংঘের সতীর্থদের দিলীপ বলেছেন, “যদি এটা তিনিও হতেন তাহলেও কি কোনও পূর্ণবয়স্ক পুরুষ-নারীর কোনও ভিডিও ছবি তুলে এভাবে রাজনীতি হয়? আর মহিলার যদি অভিযোগ থাকে তাহলে সেটা নিয়ে তদন্ত হতে পারে। যেটা তিনি নন, সেটা ফরেনসিক হোক।”
ঘনিষ্ঠ মূহূর্তের ভাইরাল ভিডিও ভাইরাল হওয়ার পর, তার সঙ্গে জুড়ে গিয়েছে দিলীপের নাম। তাতেই উত্তাল রাজ্য রাজনীতি। এই বিষয়ে দিলীপ বলছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন। ভিডিওর ফরেনসিক যাচাইকরণের দাবি তুলেছেন। এই কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
এই আবহে দিলীপের পাশে দাঁড়িয়ে সুকান্ত বলেন, “আমি এই ভিডিও দেখিনি। ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনও ভিডিও নিয়েই বেশি কিছু কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কী করবেন, তাতে আমার উঁকি মারার অধিকার নেই।” দিলীপের কার্যত পাশে দাঁড়িয়ে সুকান্ত বলেন, “দিলীপবাবু অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে কি কোনও অভিযোগ হয়েছে? তাহলে এই নিয়ে এত কথা বলার কী আছে।”