• টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, কবে-কোন জেলায় জানুন, রইল লিস্ট
    আজ তক | ২৭ জুলাই ২০২৫
  • নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর, রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, এর আশপাশের এলাকা জুড়ে সুস্পষ্ট নিম্নচাপ ও এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। যার কারণে বাংলায় হু হু করে ঢুকছে মৌসুমী বায়ু। এর প্রবাহের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ৫০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। যার কারণে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে।

    কবে কোন জেলায় বৃষ্টি

    রবিবার

    উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে (০৭-২০ সেমি)। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাজও পড়তে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

    সোমবার

    উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

    মঙ্গলবার

    উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    বুধবার

    উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার

    উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    শুক্রবার

    উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

    শনিবার

    উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
  • Link to this news (আজ তক)