• নদিয়ায় বেলা ১২টাতেও স্কুলে আসেননি শিক্ষক, কী করলেন বিক্ষুব্ধ অভিভাবকরা?
    আজ তক | ২৭ জুলাই ২০২৫
  • দুপুর ১২টা বাজলেও স্কুলে কোনও শিক্ষকের পাত্তা নেই। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এলেও পড়াশোনার কোনও নাম গন্ধ নেই। ঘটনায় রাগে ফুঁসছে স্কুল পড়ুয়াদের অভিভাবক থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন তারা। বিক্ষোভ শুরু হতেই অবশ্য বদলে গেল পরিস্থিতি। ঘটল কী?

    ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে ৩ জন শিক্ষক রয়েছেন। অথচ তাঁরা কোনওদিনই সময় মতো স্কুলে আসেন না। ফলত স্কুলে গেলেও পড়ুয়ারা দিনভর স্কুলে ঘুরেফিরে, খেলাধূলা করে কাটিয়ে দেয়। 

    অভিভাবকদের একাংশ বলেন, 'আগে এই বিদ্যালয় পড়াশোনার মানে উন্নতি করেছিল। নাম কামিয়েছিল স্থানীয় এলাকায়। কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো ধুঁকছে।'

    দীর্ঘদিন ধরে এই ঘটনা নিয়ে শিক্ষকদের দ্বারস্থ হন অভিভাবকরা। কিন্তু সমস্ত ঘটনা জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই শনিবার অভিভাবকরা একত্রিত হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ছিল, যতক্ষণ না এসআই এসে এই শিক্ষকদের বদলি করছে, কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। 

    তবে পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থামান অভিভাবকরা। আগামী দিনে যাতে স্কুলের পঠন-পাঠন ঠিক থাকে এবং সময় মতো স্কুল খোলা হয় সেই দিকে নজর থাকবে বলে স্কুলের উদ্বোধন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এখন দেখার অভিভাবকদের এই বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত কৃষ্ণনগরের ওই স্কুলে পঠন-পাঠন শুরু হয় কি না। 

     
  • Link to this news (আজ তক)