থ্রেট কালচার ঘিরে উত্তপ্ত বাঁকুড়া মেডিক্যাল কলেজ, কাঠগড়ায় অধ্যাপক
দৈনিক স্টেটসম্যান | ২৭ জুলাই ২০২৫
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা ও বিতর্ক। এবার সেই তালিকায় যুক্ত হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাত থেকে পোস্টার হাতে আন্দোলনে নেমেছেন ডাক্তারি পড়ুয়াদের একাংশ।
আন্দোলনকারীদের অভিযোগ, রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় গেলেই বিভাগীয় প্রধানের কাছ থেকে আসছে হুমকি – কখনও কথায়, কখনও পরোক্ষ চাপে। ছাত্রছাত্রীদের দাবি, চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুললেই তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘রোগীদের কথা বললেই যদি হুমকি মেলে, তবে ডাক্তারি পড়ার মানেটা কী দাঁড়ায়?’
আন্দোলনকারীদের পোস্টারে উঠে এসেছে একাধিক প্রতিবাদী স্লোগান। কেউ লিখেছেন, ‘চিকিৎসা নয়, কেন থ্রেট?’ কেউ আবার পোস্টারে তুলে ধরেছেন, ‘রোগীর কথা তুললেই যদি হুমকি আসে, তবে হাসপাতালকে সাইলেন্ট জোন ঘোষণা করাই ভালো!’এক ছাত্রের কথায়, ‘চিকিৎসার মান নিয়ে প্রশ্ন করলেই যদি ভয় দেখানো হয়, তবে এই কালচার কি আদৌ রোগী ও পড়ুয়াদের সুস্থ রাখতে পারে?’
পুরো বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. পঞ্চানন কুন্ডু বলেন, ‘ছাত্রছাত্রীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠান চিকিৎসা ও শিক্ষার জন্য, ভয় দেখানোর জন্য নয়।’ এই ঘটনার জেরে বাঁকুড়া মেডিক্যাল কলেজের অন্দরে ফের প্রশ্ন উঠছে – শিক্ষা ও চিকিৎসার পরিবেশে কীভাবে মাথাচাড়া দিচ্ছে ‘থ্রেট কালচার’? প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে ছাত্রসমাজ।