সুমন করাতি, হুগলি: সমবায় নির্বাচনে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। পোলবার মেঘসার সমবায় নির্বাচনে ফুটল ঘাসফুল। ঢাকের তালে সবুজ আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। বিজেপির দাবি, তাদের অন্ধকারে রেখে না জানিয়ে চুপিচুপি ভোট করেছে রাজ্যের শাসক শিবির।
পোলবার মেঘসার সমবায় নির্বাচন ছিল। বোর্ড গঠনে ৯ টি আসনে তৃণমূল সমর্থিতরা ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি মনোনয়ন জমা দেননি। নিয়ম অনুযায়ী, বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। আর এই জয়ের আনন্দে সবুজ আবির মেখে, ঢাক বাজিয়ে বিজয়োল্লাস করতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। বিজেপির স্থানীয় নেতা শুভজিৎ ভাওয়াল বলেন, “কবে মনোনয়ন হল, কবে প্রত্যাহারের দিন ছিল ? সেসব কিছুই জানায়নি। তৃণমূল সব চুপিচুপি করেছে। এটাই ওরা সর্বত্র করছে। বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না সেই ধারাবাহিকতাই চালিয়ে যাচ্ছে।
তৃণমূল নেতা দেবব্রত দাস অবশ্য সেসব অভিযোগে কান দিতে নারাজ। তিনি বলেন, “মহানাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি। ২০১৭ সালে মেঘসার সমবায়ে ইলেকশন নয়, সিলেকশন হয়েছিল। এবার নির্বাচন হওয়ায় কথা ছিল। কিন্তু বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। সরকারি নিয়ম মেনে একটা সমবায় নির্বাচন হয়। মনোনয়ন জমা, প্রত্যাহার এবং ভোটাভুটি হয়। আসলে বিজেপি মানুষের সাথে থাকে না, তাই তারা খোঁজও রাখে না। সোশাল মিডিয়ায় থাকলে দল হয় না। দল করতে গেলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হয়। তৃণমূল সারাবছর থাকে।”