জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দুই পরিবারের মধ্যে পুরনো বিবাদের জের! সেই ঘটনায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ধর্ষণে বাধা পেয়ে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলে পলাতক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
স্থানীয় ও আক্রান্তের পরিবারের তরফে জানা গিয়েছে, দুই পরিবারেরই বাস বনগাঁ থানারম সভাইপুর এলাকায়। অভিযুক্ত জয়ন্ত সর্দার ও তাঁর ছেলে পুলক সর্দারের সঙ্গে ওই পরিবারের কোনও একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে বলে খবর। শনিবার রাতে জয়ন্ত সর্দার ও পুলক ওই পরিবারের সদস্যদের গালিগালাজ করেন বলে অভিযোগ। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে সব কথা জানানো হয়। রাতেই গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে প্রতিবাদ করতে গিয়েছিলেন। অভিযোগ, সেসময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করা হয়। প্রতিবেশীরা চলে এলে ওই ব্যক্তি রক্ষা পান।
রবিবার সকালে ওই গৃহবধূ সন্তানদের নিয়ে নিজেদের বাড়িতে ছিলেন। তখন অভিযুক্ত বাবা ও ছেলে ওই বাড়িতে হানা দেন! ওই বধূকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ধর্ষণে বাধা পেলে ধারালো অস্ত্র দিয়ে ওই বধূর ঘাড়ে একাধিক কোপ মারা হয় বলে অভিযোগ। আর্তনাদ, চেঁচামেচিতে স্থানীয়রা সেখানে জড়ো হলে দুই অভিযুক্ত এলাকা ছেড়ে পালান। জখম ওই মহিলার স্বামীকে খবর দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয় বলে খবর। ঘটনায় বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।