• ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার শাহকে ফোন দিলীপের, ফরেন্সিক করান দাবি বিজেপি নেতার
    হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৫
  • একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ভিডিয়ো ভুয়ো। তাঁকে লক্ষ্য করে সাজানো একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। শনিবার দিলীপ ঘোষ কলকাতার লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। তবে শুধু পুলিশ নয়, তিনি সরাসরি ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।


    দিলীপ ঘোষের সাফ দাবি, ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, সেটা তিনি নন। জানা গিয়েছে, অমিত শাহকে ফোন করে দিলীপ ঘোষ বলেছেন, ‘এটা আমার ভিডিয়ো নয়। ফরেনসিকে পাঠান। এভাবে যারা নোংরামি করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’ অন্যদিকে, লালবাজারে তাঁর লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, তাঁর সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়ানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কেরিয়ারকে কলুষিত করার অপচেষ্টা চলছে। সেইসঙ্গে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

    সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভিডিয়োটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। তবে দিলীপ ঘোষ এ নিয়ে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তিনি বিষয়টির শেষ দেখে ছাড়বেন। শনিবার সন্ধ্যায় খড়গপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ আরও একধাপ এগিয়ে সরাসরি বলেন, এই ভিডিয়োর পেছনে একটি ‘চক্র’ রয়েছে । তারা দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে কাজ করছে। দিলীপ বলেন, গত দু-তিন মাস ধরেই তাঁর বিরুদ্ধে নানাভাবে চক্রান্ত চালানো হচ্ছে। টাকা-পয়সা দিয়ে, লোক লাগিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, রাজনীতিতে এই ধরনের চক্রান্ত নতুন কিছু নয়। অনেক বড় বড় নেতার বিরুদ্ধে এমনটা হয়েছে। সঞ্জয় যোশীর এমন ভিডিয়ো বানিয়ে ছড়ানো হয়েছিল পরে প্রমাণ হয়েছিল তা ফেক। দিলীপ ঘোষের দাবি, তাঁর ক্ষেত্রেও এমনটা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)