বন্দরের অধীনে ১২টি রাস্তার বেহাল দশা, সংস্কার, নিকাশি উন্নয়ন নিয়ে চিঠি KMC-র
হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৫
বর্ষায় কলকাতা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। নিকাশি ব্যবস্থার অবস্থা আরও খারাপ। তারফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। এই ছবি বদলাতে অবশেষে সক্রিয় হল কলকাতা পুরসভা। সরাসরি বন্দরের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে ওইসব রাস্তায় জরুরি ভিত্তিতে সংস্কার ও জলনিকাশি উন্নয়নের দাবি জানানো হয়েছে পুরসভার তরফে।
পুর কমিশনারের দফতর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কলকাতা বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা ১২টি রাস্তায় পিচ উঠে গিয়েছে। এরফলে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর কোথাও জল জমে সপ্তাহের পর সপ্তাহ আটকে থাকছে। তারাতলা রোড থেকে হাইড রোড, ডক ইস্ট বাউন্ডারি রোড থেকে কোল বার্থ রোড প্রতিটি রাস্তাই কার্যত বিপজ্জনক। শুধু রাস্তাই নয়, নিকাশি ব্যবস্থার হালও অত্যন্ত শোচনীয় বলে অভিযোগ কলকাতা পুরসভার। কোথাও ড্রেনেজ ব্যবস্থা নেই, কোথাও আবার রয়েছে ঠিকই, কিন্তু সেই ব্যবস্থা অকেজো। ফলে বর্ষায় জল জমে থৈ থৈ অবস্থা। নাগরিকদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে, দুর্ভোগ বাড়ছে।
শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় বলেন, তারাতলা রোড, গড়াগাছা রোড সহ বন্দর এলাকার বহু জায়গায় জল দাঁড়িয়ে থাকে। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা নেই বলেই এই সমস্যা। এবিষয়ে বন্দরের সঙ্গে কথা হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুরসভার দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে বি বি হ্যাল রোড ও কোল বার্থ রোডের নিকাশি ব্যবস্থার সংস্কার জরুরি। অন্যদিকে, সোনাইদিঘি এলাকায় আদৌ কোনও নিকাশি পরিকাঠামো নেই। এই সংকট মেটাতেও বন্দরের হস্তক্ষেপ চাওয়া হয়েছে চিঠিতে।
এই ১২টি রাস্তা হল- কোল বার্থ রোড, সোনারপুর রোড, সোনাই রোড, হাইড রোড, তারাতলা রোড, সি জি আর রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, হবুক্যান রোড , হেলেন কিলার রোড, কানেক্টিং রোড টু সি জি আর ও তারাতলা, ডক ইস্ট বাউন্ডারি রোড এবং কানেক্টিং রোড উইথ রিমাউন্ট রোড। নিমতলা ঘাটের মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকাও সংস্কার নিয়েও আলাদা করে উল্লেখ করা হয়েছে পুরসভার তরফে।