• নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নবান্ন অভিযানে অনড় যৌথ সংগ্রামী মঞ্চ, হুঁশিয়ারি সংগঠনের
    হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৫
  • আগামীকাল সোমবার ২৮ জুলাই নবান্ন অভিযানে ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। হাইকোর্টের কড়া নির্দেশের পর মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশের অনুমতি না মিললেও সোমবার নির্ধারিত দিনেই নবান্ন অভিযানে নামবে তারা। সংগঠনের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, নবান্ন অভিযান হবেই। কোনওভাবেই আটকানো যাবে না।


    গত শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয়, হাট বসার দিনে মঙ্গলাহাট এলাকায় কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। আদালতের নির্দেশ মেনে হাওড়া সিটি পুলিশ জানিয়ে দেয়, ২৮ জুলাইয়ের অভিযানের অনুমতি তারা দেবে না। তার পরেই পুলিশ ব্যারিকেড বসানোর কাজ শুরু করে। রামকৃষ্ণপুর ঘাট মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হচ্ছে, রাস্তা কেটে গজালও বসানো হচ্ছে যাতে আন্দোলনকারীরা এগিয়ে যেতে না পারেন।

    তবুও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষের অভিযোগ, আদালতে অভিযানের রুট ম্যাপ নিয়ে রাজ্য সরকার এবং পুলিশ মিথ্যে তথ্য দিয়েছে। তাঁদের জমা দেওয়া রুট পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলেই দাবি। তাঁর আরও বক্তব্য, যদি তাঁদের মিছিল আটকে দেওয়া হয়, তাহলে রাস্তাতেই বসে পড়বেন। যতক্ষণ না মুখ্যমন্ত্রী আলোচনায় বসেন, ততক্ষণ অবস্থান চলবে।

    প্রশাসনের তরফে জানা গিয়েছে, ২৮ ও ২৯ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে থাকবেন। সেই সময়েই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, এটা শুধুই একটা আন্দোলন নয়, এটা জনস্বার্থের লড়াই।

    এদিকে, নবান্ন অভিযানের প্রভাব পড়েছে মঙ্গলাহাট ব্যবসায়ীদের উপরও। তাঁদের অভিযোগ, সপ্তাহের ওই দুই দিন হাট বসে। অভিযানের জন্য তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। সেই কারণেই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত জানিয়ে দেয়, হাটের দিনে ওই এলাকায় কোনও জমায়েত বা মিছিল করা যাবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম লঙ্ঘন হলে কড়া পদক্ষেপ নিতে হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)