• ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি, কতদিন চলবে?
    হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৫
  • একুশে জুলাইয়ের সমাবেশের পরদিন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এবার সেই কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে। নবান্ন থেকে এই কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। জানানো হয়েছে, আগামী ২ অগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প।


    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা আরও কাছাকাছি পৌঁছে দেওয়া। বুথভিত্তিক এই প্রকল্পে একত্রে তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকছে ১০ লক্ষ টাকা। অর্থাৎ, রাজ্যের ৮০ হাজার বুথ অনুযায়ী মোট খরচের পরিমাণ দাঁড়াবে ৮ হাজার কোটি টাকা। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলির ছোটখাটো ও জরুরি সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। স্থানীয় মানুষদের অভিযোগ শুনে, তা খতিয়ে দেখে সমাধানের রূপরেখা তৈরি করবেন সরকারি আধিকারিকেরা। রাস্তা সংস্কার, পানীয় জলের সংযোগ, স্কুলের পরিকাঠামো উন্নয়ন কিংবা গ্রামীণ এলাকায় সেতু মেরামতির মতো কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।

    প্রত্যেক বুথে বসবে পৃথক ক্যাম্প। মোট প্রায় ২৭ হাজার ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন চলবে এই কার্যক্রম। অভিযোগ শোনার কাজ শেষ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে, আর প্রকল্পভুক্ত কাজগুলি শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।

    এই প্রকল্পের তদারকিতে থাকছে বিশেষ টাস্ক ফোর্স, যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রীর ঘোষণায় ছিল স্পষ্ট বার্তা, জনতার অভাব-অভিযোগ নিয়ে আর প্রশাসন দূরে বসে থাকবে না, বরং সরাসরি পাড়ায় গিয়ে সমস্যার সমাধান করবে সরকার নিজেই। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে এবং সরকারে স্বচ্ছতা ও কর্মক্ষমতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)