অপরাধ দমন বৈঠকে কলেজের অভিযুক্ত ছাত্রদের নিয়ে সতর্কতা নগরপালের
আনন্দবাজার | ২৭ জুলাই ২০২৫
দক্ষিণ কলকাতার আইন কলেজে এক ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগেও একাধিক বার পুলিশে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছিল, পুলিশ আগে কঠোর ব্যবস্থা নিলে ওই ঘটনা ঘটানোর সাহস পেত না মনোজিৎ। এ বার তাই কলকাতার নগরপাল মনোজ বর্মা বাহিনীকে নির্দেশ দিলেন, কলেজে কোনও ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, অভিযুক্তের উপরে নজর রাখতে হবে। শনিবার নগরপালের মাসিক অপরাধ দমন বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজে মোতায়েন রক্ষীদের সম্পর্কেও খোঁজখবর রাখতে বলা হয়েছে এ দিন। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার ওই কলেজে রক্ষীকে কার্যত বশ করে, তাঁকে ঘরের বাইরে পাঠিয়ে তাঁর ঘরেই ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালিয়েছিল ধৃত মনোজিৎ।
সূত্রের খবর, এ দিনের বৈঠকে বলা হয়েছে, যে কোনও খবর পেলেই ঘটনাস্থল দ্রুত ঘিরে রেখে সেখানে পাহারা বসাতে হবে। যাতে ঘটনাস্থলকে সিসি ক্যামেরার নজরদারির অধীন আনা যায়, সেই নির্দেশ দিয়েছেন নগরপাল। আর জি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের পরে ঘটনাস্থল ঘিরে না রাখার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। তাই দক্ষিণ কলকাতার আইন কলেজের ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছিল সিসি ক্যামেরা দিয়ে।
লালবাজার জানিয়েছে, প্রতিটি ঘটনার অভিযোগ দায়েরের পর থেকে চার্জশিট জমা দেওয়া পর্যন্ত তদন্তকারী অফিসারকে সব দিক গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে এ দিনের বৈঠকে। উত্তর কলকাতার একটি থানারপকসো মামলায় তিন জনের বেকসুর খালাস হয়ে যাওয়া নিয়ে আলোচনা হয় এ দিন।
এক পুলিশ আধিকারিক জানান, চলতি মাসেই ভাঙড়ে খুন হয়েছেন এক তৃণমূল নেতা। তা দেখেই পুলিশকর্তারা মনে করেছেন, ভাঙড়ে প্রচুর অস্ত্র রয়েছে। ভোটের আগে সেই অস্ত্র উদ্ধার করতেও বলা হয়েছে। আগামী মাসেই আর জি করের নির্যাতিতার মৃত্যুর এক বছর হবে। তার জেরে চিকিৎসকদের সংগঠন ও রাজনৈতিক দলগুলি আন্দোলনের ডাক দিয়েছে। তা নিয়ে পুলিশ যাতে সর্তক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তা-ও এ দিন বলা হয়েছে।