• UTS অ্যাপের ব্যবহার বাড়ছে, গত ১৫ দিনে কত কোটি টাকার টিকিট কাটা হয়েছে জানেন?
    এই সময় | ২৮ জুলাই ২০২৫
  • অনলাইনে টিকিট কাটার জন্য UTS (আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম) চালু করেছে রেল। স্টেশনে লাইনে না দাঁড়িয়ে অনেকেই ঘরে বসে কেটে নিচ্ছেন টিকিট। গত ১৫ দিনে রেকর্ড সংখ্যক ডাউনলোড হয়েছে এই মোবাইল অ্যাপ। অনলাইনে এই অ্যাপের মাধ্যমে কত টাকার টিকিট হয়েছে? চমকপ্রদ তথ্য দিল রেল।

    রেলের তরফে জানানো হয়েছে, গত ১৫ দিনে প্রায় ৭৫,০০০ যাত্রী মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ডাউনলোড করেছেন। এর ফলে শুধুমাত্র UTS অ্যাপ ব্যবহার করে মোট ৪১, ৫৯, ৫২৮ জন যাত্রী ২,২৭,৮৬,৬৮৫ টাকার টিকিট কেটেছেন এই ১৫ দিনেই। এই অ্যাপের রিচার্জের সময় ‘R-Wallet’-এ ৩% বোনাসও পাওয়া যাচ্ছে, যে কারণে যাত্রীদের অনলাইনে টিকিট কাটার পরিমাণ অনেকটাই বেড়েছে বলে মনে করছে রেল।

    শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটার কারণে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। এই উদ্যোগ একদিকে টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করেছে, তেমনই ডিজিটাল ভারত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

    প্রাথমিক ভাবে, ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটার সুবিধা ছিল এই অ্যাপ থেকে। ২০২৪ সাল থেকেই সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। প্ল্যাটফর্ম বা ট্রেনে বসে ইউটিএস অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কাটা যাবে না। এছাড়া বাড়িতে বসেই এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিতে পারেন যাত্রীরা।

  • Link to this news (এই সময়)