• মালদার পরিযায়ী শ্রমিকের স্ত্রী-সন্তানকে 'মারধর' দিল্লিতে, ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর
    আজ তক | ২৮ জুলাই ২০২৫
  • এবার দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ' জঘন্য!! ভয়াবহ!! দেখুন দিল্লি পুলিশ কীভাবে মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের সদস্য একটি শিশু এবং তার মাকে নির্মমভাবে মারধর করেছে। দেখুন কীভাবে বিজেপির বাঙালিদের বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাসের শাসনামলে একটি শিশুও হিংসার নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না! তারা এখন আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে?'

    ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। পশ্চিমবঙ্গের বাংলা ভাষী পরিযায়ী শ্রমিদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বিতাড়িত করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কয়েকজনকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়। যার প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বিজেপি শাসিত রাজ্যগুলি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। জেলায় জেলায় বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বাংলার শাসক দল। রবিবার থেকেই মাঠে নেমে পড়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। কলকাতা, হুগলির চুঁচুড়া-সহ নানা জায়গায় প্রতিবাদ মিছিল হয়। সোমবার বীরভূমে এনিয়ে কর্মসূচিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    রবিবার তিনি মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধর করা হয়েছে বলে দাবি করেন। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে একটি শিশুকে দেখা যাচ্ছে। তার কানে ক্ষত হয়েছে বলেই মনে হচ্ছে। ভিডিওতে একজন কী কী হয়েছে তার বর্ণনা করছেন। তিনি দাবি করেছেন যে পুলিশ তাঁর ছেলেকে মারধর করেছে। তার কপাল ফাটিয়ে দিয়েছে। সব কিছু ফেলে দিয়েছে। কোনও জামা কাপড় নেই। ওই ব্যক্তি আরও দাবি করেছেন যে, পুলিশ তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল। তাঁকেও মারধর করা হয়েছে।'

    এই বিষয়ে চাঁচল থানার আইসি জানিয়েছেন যে মুখ্য়মন্ত্রীর পোস্টের পরেই তাঁরা নড়েচড়ে বসেছেন। তদন্তের জন্য টিম পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত যদিও কোনও অভিযোগ জমা পড়েনি।
  • Link to this news (আজ তক)